আমরা সাধারণ ভাবে জানতাম বিশ্বের সব থেক লম্বা (দৈর্ঘ্য) রেল স্টেশন খরগপুর। কিন্তু না “” বর্তমানে সেটি বিশ্বের চতুর্থ, দৈর্ঘ্যে– এক হাজার বাহাত্তর মিটার।
বর্তমানে প্রথম কর্নাটকের হুব্বালী রেল স্টেশন লম্বায় — এক হাজার পাঁচশ পাঁচ মিটার।
দ্বিতীয়– উত্তরপ্রদেশের গোরক্ষপুর””””
লম্বায়— এক হাজার তিনশ ছেষট্টি মিটার।
তৃতীয়—- কেরালা র কূল্লাম রেল স্টেশন “””
লম্বায় —- এক হাজার একশ আশি দশমিক পাঁচ মিটার।।
প্রতিটি স্টেশন ইমেজে দৈর্ঘ্যের মাপ লিখে দিলাম “”



