আপনার বাচ্চা কি ছুলির সমস্যায় ভুগছে ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

এটি এক প্রকার চর্মরোগ। শরীরের বিভিন্ন স্থানে যেমন- ঘাড়, গলা বুক, কাধ, পিঠ, বাহ, বা মুখে ছিটছিট সাদা দাগ দেখা যায়। রোদ্রে বা গরমে বা গা ঘামলে চুলকানি বাড়ে। মাঝে মাঝে আক্রান্ত স্থান থেকে মরামাস উঠতে দেখা যায়। এটিকে ছুলি ছউদ বা ছলম বলে।

★★ কারণঃ সাধারনত ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ থেকেই হয়ে থাকে। অপরিষ্কার অপরিচছন্ন থাকা, অধিক সময় রৌদ্রে থাকার ফলে গা ঘামলে আবার ঘামে ভেজা কাপড় গায়ে শুকালে, ঘামযুক্ত কাপড় শুকিয়ে বার বার ব্যবহার করা, গরমের দিনে বিছানার চাদর অধিক দিন ব্যবহার করা, জীবাণু নাশক দিয়ে গোসল না করা ইত্যাদি কারনে শরীরে একপ্রকার ছত্রাকের বসবাস শুরু হয়। পরে ত্বকের উপর বিভিন্ন চর্ম রোগের সৃষ্টি করে। যার মধ্যে একটি হলো ছুলি ।

★ ★ মাইক্রোস্পোরস ফারফার নামক এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস সংক্রমনে তুলি জন্মায়। ছুলি নানা বর্ণের যথাঃ-

১. লাল বা টিনিয়া রোজিয়া

২. পাটকিলে বা টিনিয়া ভার্সিকুলার

৩. কাল বা টিনিয়া নাইগ্রা ও

৪. সাদা বা টিনিয়া ফ্লাভা।

সাদা বর্ণের খুলিই বেশী দেখা যায়

★ ছুলির হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমূহের নামঃ প্রফাইটিস, কেলি কার্ব, এসিড নাইট, নেট্রাম মিউর সালফার, সোরিনাম,আর্সেনিক এলবম, সোরালিয়া কুরি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *