উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে পরীক্ষার্থীরা।
পাশাপাশি এই সময়ের মধ্যে যেসকল পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে তাদের কোনও লেট ফি বা জরিমানাও দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে। তবে পরীক্ষার ফি জমা নির্ধারিত সময়ের মধ্যেই জমা করতে হবে পরীক্ষার্থীদের।
এ বছর সংসদের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার না থাকলে কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। উচ্চমাধ্যমিকের পোর্টালে যেই আধার কার্ড আপডেট পক্রিয়া শুরু হয়েছে তা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।