কীভাবে ওয়াইফাই হটস্পট ব্যবসা শুরু করবেন এবং ওয়াইফাই হটস্পট ব্যবসা কী
আমরা মোবাইল নেটে হটস্পট শুনেছি, মাঝে মাঝে আমার বন্ধু
আমাকে বলতো ভাই হটস্পট তা চালু কর তো, তাতে আমার বন্ধু আমার মোবাইল -এর
ইন্টারনেট টা ব্যবহার করতে পারতো, বা অনেক সময় আমার বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন টা আমি wifi রাউটার দিয়ে সবার জন্য নেট টা মোবাইল এ কানেক্ট করে দিতাম, সেক্ষেত্রে আমি বা আমার কেও টাকা নিতে পারতাম না
এখন আমরা জন্য কি ভাবে আপনার ইন্টারনেট টা আমিনাকে কি করে করে ইনকাম দিতে পারে
ভারত সরকার এর একটা নিউ যোযোজনা PMWANI এর মাধ্যমে আপনি আপনার ব্রডব্যান্ড নেট
সালে করতে পারবেন,
কি ভাবে স্টার্ট করবেন :
১স্ট আপনি ব্রাডবান্ড নেট -এর কানেকশন নেন , তারপর
২ন্ড আপনি একটা ওয়েবসাইট বানান
৩র্ড আপনি একটা অনলাইন হস্টপট ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েব সাইট এ অ্যাড করুন,
৪থ সেই সাথে সাথে আপনি আপনার বিসনেস নাম রেডি করুন, কারণ আপনার বিসনেস স্টার্ট করতে এ সব কিছু প্রয়োজন পরবে
এ সব কিছু হয়ে যাওয়ার পর কি ভাবে সিস্টেম টা কাজ করবে সেটা নিচে ডিটেলস এ বলে দিচ্ছি
আগে যখন আপনি নেট টা শেয়ার করছিলেন তখন wifi পাসওয়ার্ড দিয়ে নেট কানেক্ট করেন নিতো কিন্তু এখন আপনি যখন নেট টা শেয়ার করবে আপনার বন্ধু বা অনন্যা কেও কানেক্ট করার টাইম এ একটা ওয়েব পেজ ওপেন হবে, সেই পেজ আপনার নেট এর প্রাইস শো করবে, যে যেমন দামের নেট use করবে সেটা choose করে পেমেন্ট করলেই নেট স্টার্ট হব। অনলাইন এর মাধ্যমে আপনার পেমেন্ট আপনার বিসনেস একাউন্ট এ চলে আসবে