মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে।
সংসদের তরফে আরও জানানো হয়েছে, প্রয়োজনে অ্যাডমিট কার্ডে সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে। অ্যাডমিট কার্ড গুলি বণ্টনের জন্য শিবিরের আয়োজন করেছে পর্ষদ। ১৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই শিবিরগুলি থেকে স্কুলের পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা। ১৫ ফেব্রুয়ারি থেকে তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
২০ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনী সংশোধনীর আবেদনপত্র জমা দিতে হবে। এরপর থেকে আরও কোনও আবেদনপত্র গৃহীত হবে না। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে ৪ মার্চ পর্যন্ত।
২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রথম পত্রের পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি, শনিবার ভূগোলের পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার জীবনবিজ্ঞানের পরীক্ষা। ১ মার্চ, বুধবার ইতিহাসের পরীক্ষা। ২ মার্চ, বৃহস্পতিবার অঙ্কের পরীক্ষা। ৩ মার্চ, শুক্রবার ভৌতবিজ্ঞানের পরীক্ষা। ৪ মার্চ, শনিবার অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা।
ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিসের পরীক্ষা – ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ। পরে ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।