খুব শীঘ্রই হয়ত চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে। রাজ্যের পুলিশ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর এর ১২ হাজার শুন্যপদে নিয়োগ হতে পারে কিছুদিনের মধ্যেই। রাজ্যের মন্ত্রিসভার অনুমোদনের পর শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে।
চাকরি প্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে জেনেছেন যে, বর্তমানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এর পদ গুলিতে ১২ হাজার মত শূন্যপদ রয়েছে। সেই পদ গুলিতে নিয়োগ করা হতে পারে কিছু মাসের মধ্যেই। এখনো পর্যন্ত অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে কোন কিছু জানানো হয়নি। প্রসঙ্গত এই পদগুলিতে আবেদন করার জন্য আগে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সেটি ২৭ থেকে ৩০ বছর করেছেন।
কনস্টেবল পদে আবেদনের নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ এবং সাব-ইন্সপেক্টর পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা গ্রাজুয়েশন। এছাড়া অন্য অন্য যোগ্যতা গুলি, যেমন দৈহিক মাপ, ওজন ইত্যাদি বিষয়গুলি আগের নোটিফিকেশনে যা ছিল, সেগুলোই থাকবে।
তবে যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। আশা করা যাচ্ছে যে, খুব দ্রুতই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই বারো হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।