জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

2024 এর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী বছরের 28 এপ্রিল পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্পর্কে সব আপডেট জানতে পরীক্ষার্থীদের WBJEEB এর ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। প্রসঙ্গত, বোর্ডের ওয়েবসাইট হল – www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ।

ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মেসি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হবে। বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “2024 সালের 28 এপ্রিল রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।” আরও জানানো হয়েছে যে আগামীতে সিলেবাস, পরীক্ষার্থীদের যোগ্যতা, আবেদন পদ্ধতি, সূচি এবং ফি সম্পর্কে অবগত করে বিবৃতি প্রকাশ করবে বোর্ড। প্রসঙ্গত, আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য NATA বা JEE Main এর পেপার 2 তেও পাশ করতে হয় পরীক্ষার্থীদের।

বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফার্মেসি এবং আর্কিটেকচারের কোর্সে ভর্তির পরীক্ষা WBJEE 2024 সালের 28 এপ্রিল রবিবার আয়োজিত হবে।” প্রসঙ্গত, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে WBJEE ছাড়াও JEE Main এর রেজাল্টও বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *