ডেঙ্গু রুখতে বাজারে আসতে চলেছে ‘ওরাল পিল’ !

প্রতিবছর ডেঙ্গির প্রকোপে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়। ডেঙ্গিতে প্রাণহানির খবরও আসে। পশ্চিমবঙ্গ বা দেশ নয় সারা দুনিয়ায় ডেঙ্গির প্রভাবে বহু মানুষ অসুস্থ হন। ডেঙ্গি মোকাবিলায় বড়সড় সাফল্য পেল জনসন অ্যান্ড জনসন। ক্লিনিক্যাল ট্রায়ালে এল বড়সড় সাফল্য। বেরল ডেঙ্গির ওরাল পিল ফিভার ড্রাগ। এই ট্রায়াল পরিচালনা করে জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ।

১০ জন স্বেচ্ছাসেবকের দেহে ডেঙ্গির ভাইরাস প্রবেশ করিয়ে তাঁদের খাওয়ানো হয় এই পিল। পিল খাওয়ার ৫ দিন পর তাদের শরীরে প্রবেশ করানো হয় ডেঙ্গি ভাইরাস। ২১ দিন পর পর ডেঙ্গির ওরাল পিল খান ওই স্বেচ্ছাসেবকরা। ১০ জনের মধ্যে ৬ জনকে আক্রমণ করতে পারেনি ডেঙ্গির ভাইরাস। গবেষকদের মতে এই ওরাল পিলের সাফল্যের হার ৬০%। ক্লিনিক্যাল ট্রায়ালের পর বাজারে আসছে এই ওষুধ। এই পিল ডেঙ্গির ভয়াবহতা রুখতে পারবে মত বিজ্ঞানীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *