তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় বিপদের আভাস !

IT সেক্টরে নতুন করে যেন বিপদের আভাস। কারণ গত ২৫ বছরে প্রথমবার মোট কর্মীসংখ্যা কমল সেখানে। তথ্যপ্রযুক্তি বিভাগের দশটি বড় সংস্থার কর্মী তথ্য বিশ্লেষণ করে জানা গিয়েছে। এই সেক্টরে কর্মরত কর্মীর সংখ্যা, গত ২৫ বছরে এই প্রথমবার কমল। ভারতের প্রথম দশটি আইটি সংস্থার মধ্যে নয়টি সংস্থায় কাজ করে ২০ লাখেরও বেশি ইঞ্জিনিয়ার। ছয় মাসের মধ্যে তাদেরই কর্মীসংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক। চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাস অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের তথ্য তাই বলছে।

মিন্টের ওই তথ্য বিশ্লেষণ অনুযায়ী, বেশিরভাগ আইটি সংস্থাই কম কর্মীসংখ্যা নিয়ে আগামী ৩১ মার্চের নতুন আর্থিক বছরের কাজ শুরু করবে। প্রথম দশটি সংস্থার মধ্যে রয়েছে টিসিএস, কগনিজ্যান্ট, ইনফোসিস, এইচসিএল, উইপ্রো, টেকমাহিন্দ্রা, এলটিআইমাইন্ডট্রি, এমফ্যাসিস, পারসিসটেন্ট ও এল অ্যান্ড টি টেকনোলজি সার্ভিসেস। মিন্টের তথ্য অনুযায়ী, গত বছরের মাঝামাঝি সময় এই সংস্থা গুলির কর্মীসংখ্যা ছিল ২,১৪১,৪০২। ৩০ সেপ্টেম্বরের পর তা এখন ২,০৬৩,৮২৪। অর্থাৎ ৫০ হাজারেরও বেশি কর্মী গত ছয় মাসে চাকরি খুইয়েছেন। 

ঠিক কী কারণে কর্মী সংখ্যা কমাচ্ছে বড় আইটি সংস্থা গুলি? লাইভ মিন্টের তথ্য জানাচ্ছে, সংস্থাগুলির ক্লায়েন্টরাও বর্তমানে খরচ কমাচ্ছে। ঘটনাক্রমে বেশিরভাগ ক্লায়েন্টরাই আমেরিকা ও ইউরোপের। সাম্প্রতিক সময়ে বাড়ছে সুদের হার। এর ফলে খরচ কমানোর পথেই এগোচ্ছে বেশিরভাগ ক্লায়েন্ট। যার প্রভাব পড়ছে ভারতীয় আইটি সংস্থাগুলির উপরেও। খরচ কমাতেই কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে সংস্থাগুলি। অন্যদিকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে একটা বড় মাপের অর্থসাহায্যে পৌঁছাচ্ছে দুই যুদ্ধে। যা পরোক্ষভাবে প্রভাব ফেলছে তথ্যপ্রযুক্তির উপরেও। বর্তমানে ভারতের এই সেক্টর প্রায় ২৪৫০০ কোটি টাকা মূল্যের পরিষেবা রপ্তানি করে সারা বিশ্বে। তার উপর প্রভাব ফেলতে শুরু করেছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী মার্চ মাসের শেষেও একই হাল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *