শরীরের অস্থিসন্ধির ফুলে যাওয়া ও সাথে অসহ্য যন্ত্রণা হল বাতের লক্ষণ। কিছু কিছু ক্ষেত্রে ওই ফুলে যাওয়া অংশ শক্ত হয়ে যেতে পারে। বাতের প্রভাব বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। যার ফলে হাঁটতে, চলতে কিংবা উঠতে, বসতে ও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তরুন লোকেদের থেকে বয়স্করা সমস্যার সম্মুখীন হন। এখানে উপসর্গ অনুযায়ী বাতের হোমিওপ্যাথিক ওষুধ দারুন কাজ করে যা অন্য চিকিৎসার থেকে কার্যকরী।
বাতের হোমিওপ্যাথিক ওষুধ —-
Abrotanum 200 – কাঁধের , হাতের , কব্জির , গোড়ালির বাত, আক্রান্ত স্থান ফোলার আগে ব্যাথা। আক্রান্ত স্থান হতে ব্যাথা বুক পর্যন্ত যায়।
Antim Crud 200 – তরুন বাত, আঙ্গুল আক্রান্ত, সাথে পেটের গণ্ডগোল।
Ammon Mur 200 – বাতে আক্রান্ত স্থান টেনে ধরার মতো যন্ত্রণা।
Colchicum Q – ব্যাথা একস্থান থেকে অন্যস্থানে সরে সরে বেড়ায়, এক গাঁট থেকে অন্য গাঁটে যন্ত্রণা, যন্ত্রণা বুক পর্যন্ত যায়।
Angustura 200 – দুই হাঁটুর গাঁটে ও অঙ্গ প্রত্যঙ্গে, গাঁটের ভেতর মড়মড় শব্দ, গাঁট ও পেশি শক্ত ও আড়ষ্ট হয়ে থাকে।
Radium 200 – দাঁড়ালে বা সোজা হয়ে বসলে,নড়াচড়াতে ব্যাথার উপশম, পাছায়, কোমরে ব্যাথা। রাতে যন্ত্রনার বৃদ্ধি, নেফ্রাইটিস পীড়াসহ বাত।
Bryonia Q – হাঁটু বা অন্য অস্থিসন্ধিতে বাত, আক্রান্ত স্থান শক্ত,লাল,চকচকে, গাঁট ফোলে, গরম হয়, ছিঁড়ে ফেলার মতো যন্ত্রণা, নড়াচড়াতে যন্ত্রণা বাড়ে, প্রচুর ঘাম হয়।
Calcarea Phos 200 – কোমরের নিচের হাড়ের যন্ত্রণা, প্রতি ঋতু পরিবর্তনে শরীরে কামড়ানি, ব্যাথা।
Causticum 200 – আক্রান্ত স্থান অসাড়, শক্ত যেন পেশি বাঁধা আছে, হাত পা বেঁকে যায়, খিঁচে ধরা বা টেনে ধরার মতো যন্ত্রণা।
Guaicum Q – রসবাত, তরুন বাত ও তার প্রদাহ যন্ত্রণা, গরম জনিত বাত, হাড়ের বিকৃতি হয়। তরুন বাতে হাঁটু ফোলা ও যন্ত্রণা। শরীরের সমস্ত অস্থিসন্ধিতে ব্যাথা ও যন্ত্রণা।
Ledum 200 – পায়ের গাঁট হতে বেদনা, ফোলা আরম্ভ হয় ও তা ক্রমশ ওপরের দিকে ওঠে, আঙ্গুলে ও পায়ের তলায় ব্যাথা।
Kali Hydro 200 – হাঁটু ফোলা ও বেদনা, রাতে বিছানায় শুতে গেলে বেদনার বৃদ্ধি।
Urtica Urens Q – ইউরিক অ্যাসিড বাড়ার কারনে গাঁটের ব্যাথা ও যন্ত্রণা।
Rhododendron 200 – হাত, হাতের আঙ্গুল, পায়ের তলা প্রভৃতির একস্থানে হঠাৎ বেদনা হয় ও তা ক্রমশ হাড়ে অনুভুত হয়। ব্যাথা একস্থানে থাকে না।
Kalmia 200 – বাত ক্রমশ ঊর্ধ্বাঙ্গ হতে নিচের দিকে নামে, বাম হাতের ওপর হতে আরম্ভ হয়ে নিচের দিকে নামে।