রাজ্য সরকারের বিবিধ সামাজিক পরিষেবাকে বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জেলায় জেলায় বাংলা সহায়তা কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনকে। সেই নির্দেশ মেনেই এখনও পর্যন্ত রাজ্যের ২৩টি জেলায় জেলা ও ব্লক প্রশাসনের ‘এপি সেন্টার’-এ ৩,৫৪১টি BSK খোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর লক্ষ্য রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তত ১টি করে BSK খোলা। সেই লক্ষ্যপূরণের জন্য খুব শীঘ্রই আরও ১,৪৬১টি BSK খোলা হবে। আর সেই সব নতুন BSK চালানোর জন্য আরও ২,৯২২টি পদে নিয়োগ করা হবে।
রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। একইসঙ্গে এবার থেকে প্রতিটি BSK-তে আধার সংযুক্তিকরণ পরিষেবা বা আধার কার্ড করার পরিষেবাও মিলবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
রাজ্য সরকারের তথ্য বলছে, বাংলায় এখনও পর্যন্ত এই সব BSK থেকে ৯ কোটিরও বেশি মানুষ পরিষেবা পেয়েছেন। রাজ্য সরকারের ৪০টি সরকারি দফতরের ৩২৩টি পরিষেবা মেলে এই BSK-গুলিতে। সেই পরিষেবার তালিকায় এবার যুক্ত হচ্ছে আধার পরিষেবাও।