পাকিস্তানে নিষিদ্ধ হল অনলাইন বিশ্বকোষ Wikipedia !

পাকিস্তানে নিষিদ্ধ হল অনলাইন বিশ্বকোষ Wikipedia !

অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। এই সংস্থার সঙ্গে ইসলামাবাদের সংঘাত বাড়ছিল। Wikipedia-র সাইট থেকে ধর্মদ্রোহী সংক্রান্ত বিষয়বস্তু সরাতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল পাক প্রশাসন। তার পরও সেই বিষয়বস্তু না সরানোয় গোটা সাইটকেই নিষিদ্ধ ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার। উল্লেখ্য, এর আগে PTA-র তরফে দু’দিনের জন্য Wikipedia-র পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছিল।

শুধু তাই নয়, সাইট থেকে ধর্মদ্রোহ সংক্রান্ত বিষয়বস্তুকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তাতে একেবারেই কান দেয়নি অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত এই সংস্থা। Wikipedia-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় পাক আদালত। নির্দেশ মেনে সংস্থাটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল পাক প্রশাসন।

“Wikipedia-কে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রবন্ধ সাইট থেকে সরানো হয়নি। ইচ্ছাকৃতভাবে সমস্ত নির্দেশ অবজ্ঞা করা হয়েছে। ওই প্রবন্ধ সরানোর জন্য ৪৮ ঘণ্টা যথেষ্ট বেশি সময়। সেই কারণেই Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।” সম্প্রতি বিভিন্ন সামজিক মাধ্যম এবং ওয়েবসাইটগুলিতে কড়া নজরদারি শুরু করেছে পাক প্রশাসন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে পাক সেনা ও গুপ্তচর সংস্থা ISI-র হাত। এই অবস্থায় Wikipedia-কে নিষিদ্ধ করে বিরুদ্ধ স্বর বন্ধ করার চেষ্টা হল বলেই মনে করছেন তাঁরা।

About Pallab

Check Also

রোগ নিরাময়ে মানুষের ভরসা হোমিওপ্যাথি !

রোগ নিরাময়ে মানুষের ভরসা হোমিওপ্যাথি !

পশ্চিমবাংলার মানুষ হোমিওপ্যাথিতে বিশ্বাসী। তাই পাড়ায় পাড়ায় রয়েছে বহু হোমিও চেম্বার। কম পয়সায় রোগ সারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *