পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা !

উৎসবের রেশ কাটিয়ে বছর ঘুরলেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। যে কোনও ছাত্র-ছাত্রীর জীবনে সব থেকে বড় পরীক্ষা। হাতে মাত্র কিছুদিন। বর্তমানে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। তবে এরই মধ্যে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024) নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট।

এগিয়ে নয়, এবার পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা। এমনটাই খবর মিলছে। সত্যিই পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার রুটিন? প্রসঙ্গত সামনেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। মূলত নভেম্বরে শেষের দিকে বা ডিসেম্বর মাসের প্রথম দিকে এই টেস্টের আয়োজন করা হয়ে থাকে। টেস্টের পর ভোটের কারণে এগিয়ে আনা হয়েছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার বিষয় সামনে আসছে। একের পর স্কুলের তরফে দাবি করা হচ্ছে, দুর্গাপুজো, কালীপুজো সহ নানা রকম ছুটি থাকায় পড়ুয়াদের সিলেবাস এখনো শেষ হয়নি।

আশঙ্কা করা হচ্ছে হয়তো মাধ্যমিক পরীক্ষা কিছুদিন পিছিয়ে যেতে পারে। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশই বাড়ছে। শীঘ্রই নতুন রুটিন প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ এমনটাও মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *