চলতি মাসে এই নিয়ে মোট তিন তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার রাতে কম্পনের মাত্রা ছিল ৬.৪। বড়সড় এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে দিল্লি-NCR, উত্তর প্রদেশ, বিহার। এ হেন পরিস্থিতিতে চরম আশঙ্কাবাণী ভূমিকম্প বিশেষজ্ঞের। যে কোনও মুহূর্তে বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস হতে পারে বিস্তীর্ণ এলাকা। আর তার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে ভারতবাসীকে।
নেপাল এই মুহূর্তে একটি সক্রিয় শক্তি নির্গমণ ক্ষেত্রে পরিণত হয়েছে। আর তার জেরেই এই ঘন ঘন ভূমিকম্প। এমনটাই জানাচ্ছেন ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির প্রাক্তন অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ অজয় পাল। তিনি বলেন, ‘নেপালের দোতি জেলার কাছেই শুক্রবার রাতে জোরাল কম্পন হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসেও ঠিক একই এলাকাতে ৬.৩ রিখটার স্কেল মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল।’ তবে এ ক্ষেত্রে মৃত্যুর সঙ্গে লাফিয়ে বেড়েছে।
পরের পর কম্পন অনুভূত হয়েছে নেপালে। একই এলাকায় আফটারশক হয়েছে। এই এলাকাটি নেপালের একদম মধ্যবর্তী অংশ। কিছুটা পশ্চিম ঘেঁষা।
বিশেষজ্ঞের কথায়, ‘সাধারণ মানুষকে প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে।’ যে কোনও মুহূর্তে বড়সড় একটি বিধ্বংসী ভূমিকম্প হতে পারে হিমালয় এলাকায়।