ডাক্তারির স্নাতকস্তরে ভর্তির প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষার আগামী বছরের সিলেবাস প্রকাশ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। সোমবার এনএমসি-র আন্ডার-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড প্রকাশিত ২০২৪ সালের সেই সিলাবাসে দেখা যাচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি মিলিয়ে আগে যেখানে ৯৭টি চ্যাপ্টার ছিল, তা কমিয়ে করা হলো ৭৯টি। সব বিষয়েই কিছু চ্যাপ্টার যোগ হয়েছে ঠিকই।
কিন্তু বাদ পড়েছে তার চেয়ে ঢের বেশি, অন্তত ১৮টি। নিটের সিলেবাসকে আরও ছাত্রবান্ধব করার উদ্দেশ্য নিয়েই পদক্ষেপ করা হলো বলে খবর এনএমসি সূত্রে। সারা দেশের ২০ লক্ষেরও বেশি পড়ুয়া নিট পরীক্ষায় বসে। বাংলা থেকেও লক্ষাধিক ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়েছে। পড়ুয়া এবং তাঁদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা স্বাগত জানিয়েছেন এনএমসি-র এই সিলেবাস কমানোর বিষয়টিকে।
বায়োলজিতে নতুন কিছু যোগ হয়নি। বরং সবচেয়ে বেশি চ্যাপ্টার বাদ গিয়েছে বায়োলজি থেকেই। এনএমসি কর্তাদের যুক্তি, ডাক্তারি পড়তে গেলে যে চ্যাপ্টার গুলি না পড়লেও বিরাট সমস্যা হবে না, বেছে বেছে সেগুলিকেই বাদ দেওয়া হয়েছে।