ভারতের ‘নিট অ্যান্ড ক্লিন’ শহরের তালিকায় কারা কারা ?

বিষাক্ত বাতাসে প্রাণ ওষ্ঠাগত। দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় শহরগুলিতে নিঃশ্বাস নেওয়াই যেন কষ্টকর হয়ে পড়েছে। এ দেশেই রয়েছে এমন অনেক শহর যেখানে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগ রয়েছে। বাতাসে এক কণাও ধুলো-বালি সেখানে নেই। ছবির মতো পরিবেশ, পথঘাট। ‘নিট অ্যান্ড ক্লিন’ শহরের তালিকায় কারা কারা এল?

নিট অ্যান্ড ক্লিন শহর কোনগুলি?

এ দেশের নিট অ্যান্ড ক্লিন শহরের তকমা পেয়েছে আইজল। তালিকায় উত্তর পূর্বের মিজোরামের রাজধানী ফার্স্ট বয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ডের ঋষিকেশ এবং তৃতীয় স্থানে অসমের শিলচর।

মুক্ত প্রাণবায়ুর শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ুর উটি। বাতাস পরিচ্ছন্নতার নিরিখে বিশ্বের যে শহরগুলি এগিয়ে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কোহিমা, গ্যাংটক, কন্নুর, থ্রিশুর, শ্রীনগর, শিলং, তিরুঅনন্তপুরম এবং বিলাসপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *