রুদ্রারুপ দেখালো প্রকৃতি ! ধ্বংসলীলা তুরস্কে
#image_title

রুদ্রারুপ দেখালো প্রকৃতি ! ধ্বংসলীলা তুরস্কে

ঘড়ির কাঁটা স্থানীয় সময় অনুসারে যখন ৪টের ঘরে পৌঁছেছে, ঠিক সেই মুহূর্তে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার অধিকাংশ এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.৮। প্রথম কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বার কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭।

১৯৩৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। কোনও কোনও পরিবারে সকল সদস্যের মৃত্যু হয়েছে। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। জানা গিয়েছে যে, ধ্বংসস্তূপের তলায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন।

ভূমিকম্পের ফলে তুরস্কে অন্তত ৭৬ জন মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪৪০ জন।
সিরিয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিয়ায় মৃতের সংখ্যা ১১১ জন। এখনও পর্যন্ত ৫০০ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র মারফত খবর।

বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ফেসবুক এবং টুইটারে। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্ডোগান এই ঘটনায় টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, ‘‘ভূমিকম্পের ফলে আমাদের দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দেশবাসীদের প্রতি সহানুভূতি জানাই। বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মীরা সকলে সতর্ক রয়েছেন। উদ্ধারকাজে কোনও ত্রুটি নেই।’’

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তুরস্ক এবং সিরিয়ার দেশবাসীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। টুইটার অ্যাকাউন্ট থেকে শোকপ্রকাশ করে মোদী লিখেছেন, ‘‘তুরস্কে ভূমিকম্পের ফলে বহু মানুষ তাঁদের প্রাণ হারিয়েছেন। শোকপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।

ভারত যে তুরস্কের পাশে রয়েছেন, তার-ও আশ্বাস দিয়েছেন মোদী। টুইট করে তিনি জানিয়েছেন , কঠিন পরিস্থিতিতে তুরস্কের সহায়তার প্রয়োজন হলে ভারত তাদের সাহায্য করবে।

About Pallab

Check Also

রোগ নিরাময়ে মানুষের ভরসা হোমিওপ্যাথি !

রোগ নিরাময়ে মানুষের ভরসা হোমিওপ্যাথি !

পশ্চিমবাংলার মানুষ হোমিওপ্যাথিতে বিশ্বাসী। তাই পাড়ায় পাড়ায় রয়েছে বহু হোমিও চেম্বার। কম পয়সায় রোগ সারে …

One comment

  1. inna lilah hi wa ina elaihe rajeun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *