রেকর্ড বৃদ্ধি পৃথিবীর গড় তাপমাত্রার !

এই অক্টোবরে ভাঙল ১ লক্ষ ১৫ হাজার বছরের রেকর্ড। প্রথমবার ২০২৩-এর অক্টোবর সবথেকে উষ্ণ। গত বছরের অক্টোবরও ছিল বিশ্বের উষ্ণতম অক্টোবর মাস। তবে এই অক্টোবর ২০১৯ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) থেকে এই তথ্য জানা গেছে।

সি৩এস-এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেন, আগের রেকর্ড ভেঙে এবার ০.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। অক্টোবর মাসে বৈশ্বিক পর্যায়ে তাপমাত্রার পরিবর্তন ছিল খুবই ভীতিকর। তাপ বাড়ছে কারণ গ্রিনহাউস গ্যাসের নির্গমন বন্ধ করা যাচ্ছে না। এছাড়া গত বছর এল নিনোর কারণে তা আরও বেড়েছে।

এল নিনোর কারণে সারা বিশ্বের আবহাওয়া বদলে গেছে। কারণ পূর্ব প্রশান্ত মহাসাগরের উপরের অংশ উত্তপ্ত হয়ে উঠছে। কোপার্নিকাসের মতে, অক্টোবর মাসে পারদ স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এটি প্রাক-শিল্প যুগ থেকে এখন পর্যন্ত অর্থাৎ ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত গণনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *