রোগ নিরাময়ে মানুষের ভরসা হোমিওপ্যাথি !
#image_title

রোগ নিরাময়ে মানুষের ভরসা হোমিওপ্যাথি !

পশ্চিমবাংলার মানুষ হোমিওপ্যাথিতে বিশ্বাসী। তাই পাড়ায় পাড়ায় রয়েছে বহু হোমিও চেম্বার। কম পয়সায় রোগ সারে সেখানে। তবে হোমিওপ্যাথি নিয়ে মানুষের মনে নানা ধারণা রয়েছে। সেই সকল ধারণার কোনটা সত্যি-মিথ্যে, আজ খোলসা করা হবে।

সারা পৃথিবীর পাশাপাশি একটা সময় ভারতেও হোমিওপ্যাথি বিপ্লব এসেছে। বহু চিকিৎসক এই চিকিৎসাশাস্ত্র নিয়ে নিয়মিত চর্চা করেন। কত লোক সুস্থ হচ্ছেন। সবটাই হচ্ছে কম পয়সায়। কারণ হোমিওপ্যাথি ওষুধের দাম কিছুটা হলেও কম।

শুধু সাধারণ মানুষ নয়, বিখ্যাত চিকিৎসক হানিম্যানের সৃষ্ট এই চিকিৎসাবিজ্ঞানের উপর ভরসা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বুঝতেই পারছেন, বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এই বিজ্ঞানের হাত। প্রচুর মানুষ রোজ এই চিকিৎসার সাহায্য নিচ্ছেন। হোমিওপ্যাথি নিয়ে কিছু ভ্রান্ত মতামত জনমানসে প্রচলিত রয়েছে বলেই জানালেন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির প্রাক্তন অধিকর্তা ডা: গৌতম আশ। 

ডা: আশ বলেন, এটা হল ভ্রান্ত ধারণা। আসলে টক খাওয়া বা লেবুর সঙ্গে হোমিওপ্যাথির কোনও সম্পর্ক নেই। নিশ্চিতভাবে খেতে পারেন। কোনও সমস্যাই হবে না। এটা বহু সময় ধরে চলে আসা একটি ভুল ধারণা। এর থেকে সকলকে বের হতে হবে। টক খাওয়ার সঙ্গে ওষুধের কার্যকারিতার কোনও সম্পর্ক নেই। তাই অহেতুক দুশ্চিন্তা বাড়িয়ে লাভ নেই।

About Pallab

Check Also

পাকিস্তানে নিষিদ্ধ হল অনলাইন বিশ্বকোষ Wikipedia !

পাকিস্তানে নিষিদ্ধ হল অনলাইন বিশ্বকোষ Wikipedia !

অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত Wikipedia-কে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান। এই সংস্থার সঙ্গে ইসলামাবাদের সংঘাত বাড়ছিল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *