যাত্রী ভোগান্তির ছবিটা ফিরতে চলেছে এই সপ্তাহের শেষেও। ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়। সিগন্যালিংয়ের কাজ, রেল ট্র্যাকের কাজ ও ওভারহেডের তারের কিছু চলবে আগামী রবিবার ৫ নভেম্বর। সে কারণে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া ও খানা-গুমানি সেকশনে বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে রেলের তরফে। একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে খবর।
বাতিলের তালিকায় থাকছে
হাওড়া থেকে: 36825, 36827, 37315,37363।
বর্ধমান থেকে: 36842, 36844।
বারুইপাড়া থেকে: 32412
শিয়ালদহ থেকে: 32411, 32233
ব্যান্ডেল থেকে: 37749।
কাটোয়া থেকে: 37748, 03095।
আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬
তারকেশ্বর থেকে: 37326
আরামবাগ থেকে: 37364
ডানকুনি থেকে: 32234
একইসঙ্গে হাওড়া, রামপুরহাট ও গোঘাট থেকে একগুচ্ছ ট্রেনের সময়সূচিও বদলে দেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।