২০২৪ সালের উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। অধীনস্থ স্কুল গুলিকে এমনই নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারই প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে। সংসদের তরফে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট সংক্রান্ত নির্দেশাবলীতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এবছর প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। স্কুলগুলিকে অনলাইনেই এই নম্বর জমা করতে হবে। এর জন্য সংসদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে।” যেহেতু প্রথমবার এই পদ্ধতিতে নম্বর জমা করতে হবে, তাই এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
সংসদের নির্দেশ অনুযায়ী, স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে এ বছর ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। তার জন্য ২৯ নভেম্বর স্কুলগুলিকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে পূর্ব নির্ধারিত বিতরণকেন্দ্রগুলি থেকে।