ICMR Recruitment: মাসিক বেতন 32,000 টাকা! রাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিলে চাকরি
#prezom icrm job info 2023

ICMR Recruitment: মাসিক বেতন 32,000 টাকা! রাজ্যের মেডিকেল রিসার্চ কাউন্সিলে চাকরি

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ কলকাতার তরফে ICMR Kolkata Job Vacancy 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। প্রোজেক্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।

ICMR Kolkata Recruitment 2023 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ICMR Project Technical Officer Vacancy 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন

পদের নাম-

Project Technical Officer

মোট শূন্যপদ-

এখানে 01 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

প্রতি মাসে 32,000/- টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবশ্যিক যোগ্যতা-

  • এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর হতে হবে।
  • কমপক্ষে 05 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে লিখিত পরীক্ষা নেওয়া হতেও পারে।

আবেদন মূল্য-

উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি-

  • যেহেতু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, তাই আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না।
  • নিজের বায়ো-ডাটা(CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে সঠিক ঠিকানায় নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে যেতে হবে।
  • ইন্টারভিউয়ের তারিখঃ 24/03/2023
  • ইন্টারভিউয়ের সময়ঃ 02:00 PM
  • ইন্টারভিউয়ের ঠিকানাঃ ICMR-Kolkata, Block DP-1, Sector-V, Salt Lake, Kolkata- 700091
  • ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • বসবাসের প্রমাণপত্র
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • অন্যান্য নথিপত্র

Important Links

Official Notification: Download Now
Official Website: Click Here

About prasant

Check Also

PM WANI Full Solution And Support

PM WANI Full Solution And Support

Topic Heading : What is PM WANI, How to start PM WANI, and What is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *