Kolkata Metro Railway-তে বিভিন্ন পদে নিয়োগ করা হবে যেমন ইলেকট্রিশিয়ান ,ফিটার, মেশিনেস্ট ,ওয়েল্ডার ,এই নিয়ে মোট 125-টি পদে আপনাদের নিয়োগ করা হবে।
বয়স – ০১:০১:২০২৩ অনুসারে একজন ক্যান্ডিডেটের মিনিমাম বয়স হতে হবে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে। এছাড়াও SC, ST, OBC যেমন পাঁচ বছরের তিন বছরের ছাড় পেয়ে যান তেমনি আপনারা ছাড় পেয়ে যাবেন বয়সে ছাড় পেয়ে যাবেন এছাড়াও যারা ফিজিক্যালি হ্যান্ডিকাপ পার্সন রয়েছেন তারাও দশ বছরের ছাড় পেয়ে যাবেন জেনারেল ক্যান্ডিডেট থাকলে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ST এবং SC থাকলে আপনারা ১৫ এবং ১৩ বছরের ছাড় পেয়ে যাবেন OBC ক্যান্ডিডেট থাকলে।
যোগ্যতা- আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা উচ্চমাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে যদি আপনারা ৫০% গড় নম্বর পেয়ে থাকেন এবং ITI Pass Certificate অবশ্যই থাকতে হবে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ।
Mode of selection- এখানে আপনাদের সিলেকশন হবে মাধ্যমিক বা অথবা উচ্চ মাধ্যমিকের কে কেমন নাম্বার পেয়েছেন তার ওপর নির্ভর করে আপনাদের সিলেকশন করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাদের ১.২৫* ক্যান্ডিডেট কে ডাকা হবে তারপরে কিন্তু আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। তারপরে আপনাদের ফাইনালি জয়েনিং লেটার দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন- apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং কল লেটার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন।